মার্চ ২৯, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

নিষেধাজ্ঞায় ট্রাম্পের পক্ষে বিচার বিভাগের বিবৃতি

১ min read
 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দাঁড়িয়ে বলেছে, ট্রাম্প যে মুসলিম দেশগুলোর নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন, তার প্রয়োজন রয়েছে।

রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই এই নিষেধাজ্ঞা বলে এই বিভাগ থেকে বিবৃতিতে জানানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ১৫ পৃষ্ঠার একটি বিবৃতিতে বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়, এই নিষেধাজ্ঞা ছিলো প্রেসিডেন্ট ট্রাম্পের আইনসম্মত উদ্যোগ, আর তাতে মুসলামানদের ওপর নিষেধাজ্ঞা ছিলো না। এতে স্রেফ সাতটি দেশের, যেগুলো মুসলিম প্রধান, তাদের শরণার্থীদের অবাধ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো।

এর আগে দেশটির কেন্দ্রীয় আদালত ডোনাল্ড ট্রাম্পের এই নিষেধাজ্ঞা সম্বলিত নির্বাহী আদেশ বাতিল করেন। দেশের বিভিন্ন সংস্থা, সংগঠন ও প্রতিষ্ঠানও এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে। সবশেষ দেশটির আরও অন্তত ত্রিশটি প্রযুক্তি ফার্ম এই নিষেধাজ্ঞার বিরাধিতা করে।

সব মহল থেকে প্রতিবাদ, প্রত্যাখ্যান ও বাতিলের মুখে অবশেষে ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেন নিষেধাজ্ঞা না হলেও সীমান্তে কড়াকড়ির নির্দেশ দেন।

Comments

comments

More Stories

১ min read
১ min read
error: Content is protected !!